Archive

রায়গঞ্জে স্টেট  ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একাধিক শাখায় আচমকা লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন শহরের ব্যবসায়ী সহ ব্যাঙ্কের সাধারন গ্রাহকরা। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত একটানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার ব্যাঙ্ক   কর্মীরা বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রশিক্ষণ নিতে যাওয়ার কারণে সমস্ত লেনদেন  বন্ধ থাকবে বলে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্কের সামনে।  চারদিনের ব্যাঙ্ক বন্ধ থাকায় চরম সংকটে ব্যবসায়ীরা। এর ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

Back to top button