Archive

বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে মন্ত্রী

ওয়েব ডেস্কঃ  উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি  নিয়ে জরুরি বৈঠক করলেন সেচমন্ত্রী রাজীব ব্যানার্জী। জেলায় জেলায় টাস্ক ফোর্সের পাশাপাশি ২৪ঘন্টা হেল্প বুথ খোলা হয়েছে। বুধবার শিলিগুড়ির তিস্তা ভবনে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনার পর একথা জানান মন্ত্রী। তিনি আরও বলেন,গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ২৪৫ কিলোমিটার এলাকা বিপজ্জনক বলে ঘোষণা করা হয়েছিল তার মধ্যে উত্তরবঙ্গের ৪০-৪৫ কিলোমিটার এলাকা  রয়েছে। সেগুলো বর্তমানে কি অবস্থায় রয়েছে তা নিয়েও আলোচনা হয় এদিনের মিটিংএ। এছাড়া এখন থেকে অনলাইনেই সব পরিস্থিতি জানতে পারবে আধিকারিক থেকে সাধারণ মানুষও। এদিনের বৈঠকে এনএইচপিসির আধিকারিকদেরও ডাকা হয়।  কারণ তাদের বিরুদ্ধে সবসময় অভিযোগ ওঠে  তারা না জানিয়ে বিভিন্ন সময়ে জল ছাড়ায় অসুবিধার সম্মুখীন হতে হয় তাই তাদের ডাকা হয় বৈঠকে। বন্যা মোকাবিলায়  সবসময় বিভাগের সব আধিকারিকদএর  তৈরী থাকতে বলা হয়েছে বলেও জানান মন্ত্রী।

Back to top button