চিকিৎসক অপ্রতুল; সংকটে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা

ওয়েব ডেস্কঃ রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগ করতে চাইলেও চিকিৎসক মিলছে না। শিলিগুড়িতে অকপটে জানালেন স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথি। বৃহষ্পতিবার শিলিগুড়িতে তিনি জানান রাজ্য জুড়েই স্বাস্থ্য দপ্তরের নানা পদে নিয়োগ প্রক্রিয়া চলছে। দুই হাজার চিকিৎসক নিয়োগের প্রয়োজন রয়েছে। অন্যান্য পদেও নিয়োগ পর্ব চলছে। কিন্তু গড়ে একশো চিকিৎসককে নিয়োগপত্র দিলে ৬০ জন সরকারি হাসপাতালে চাকরি করতে আসছেন। বাকি ৪০ শতাংশই গররাজি হচ্ছেন। রাজ্যে যেসব মেডিকেল কলেজ নতুন চালু হয়েছে বা চালুর অপেক্ষায় আছে সেগুলি পুরোদমে কাজ করলে হয়তো এই চাহিদা ও যোগানে সমতা আসবে বলে তিনি জানান। অন্যদিকে হায়দ্রাবাদে পোলিও জীবানু মেলা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিকর্তা। তার দাবি দেশ পোলিওমুক্তই রয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে এই প্রেক্ষিতে কিছু নির্দেশিকা এলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় অন্য এক প্রকল্পে এবার জলপাইগুড়ি ও কোচবিহারে মানসিক রোগীদের চিহ্নিতকরণ, সমীক্ষা ও স্বাস্থ্য এ নিয়ে বিশেষ প্রশিক্ষণের বন্দোবস্ত করা হচ্ছে। এ নিয়ে শিলিগুড়ি পিডব্লিউডি বাংলোয় বৈঠকে বসেন স্বাস্থ্য অধিকর্তা। বৈঠক শেষে স্বাস্থ্য অধিকর্তা জানান গতবার জাপানী এনসেফালাইটিসের প্রাদুর্ভাব হলেও এ নিয়ে টিকাকরনের জেরে এবার এ নিয়ে মহামারীর আশংকা নেই,। তবে গোটা দেশ জুড়েই এ ই এস এ কিছু মানুষ আক্রান্ত হন। সেই সম্ভাবনা এখানেও রয়েছে। তবে এ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।