Archive
বেহাল জাতীয় সড়ক, ধানের চারা রোপন করে আন্দোলন

ওয়েব ডেস্কঃ জাতীয় সড়কের বেহাল দশা। খানাখন্দে ভর্তি রাস্তা বর্ষায় যেন ছোট ছোট খালবিলে পরিণত হয়েছে। পথ দূর্ঘটনা হয়েছে নিত্য দিনের সঙ্গী। এই পরিস্থিতিতে আন্দোলনে নামল ইসলামপুর নাগরিক সুরক্ষা মঞ্চ। ৩১ নং জাতীয় সড়কের বেহাল দশার প্রতিবাদ ও পথ মৃত্যু রোধ করতে ইসলামপুর নাগরিক সুরক্ষা মঞ্চের তরফে এদিন সকাল ৮.৩০ নাগাদ জাতীয় সড়কের উপর খানাখন্দ এর উপর ধান চারা গাছ রোপন করে অভিনব প্রতিবাদ জানানো হয়। নাগরিক সুরক্ষা মঞ্চের আহবায়ক মেহেদি হেদায়েতুল্লা ও মৌনব্রত সরকার জানান,জাতীয় সড়ক চলাচলের উপযুক্ত করে তুলতে হবে। প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেই চলেছে। এরই প্রতিবাদে আজ এই আন্দোলন। আগামী ৮ জুলাই ইসলামপুর মহকুমা শাসককে স্বারক লিপি দেওয়া হবে।