রায়গঞ্জ

কিশোরীকে গণধর্ষণের অভিযোগ রায়গঞ্জে,গ্রেপ্তার এক

কিশোরীকে গণধর্ষণের অভিযোগ রায়গঞ্জে,গ্রেপ্তার এক

Bengal Live রায়গঞ্জঃ বান্ধবীর বিয়েতে গিয়ে গণধর্ষণের শিকার নবম শ্রেণীর ছাত্রী৷ অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর গ্রামে৷ রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের হওয়ার পর ধর্ষণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক বান্ধবীর জামাই বাবুকে গ্রেপ্তার করে পুলিশ৷ শনিবার ধৃতকে রায়গঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ৷ দোষীদের চরম শাস্তির দাবী জানিয়েছেন নির্যাতিতার মা সহ পরিজনেরা।

জানা গেছে, হেমতাবাদের সমাসপুর এলাকার বাসিন্দা ওই কিশোরী বান্ধবীর বিয়েতে এসেছিল বরুয়া গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর গ্রামে। অভিযোগ, সেই সময় ওই বান্ধবীর বাড়ির একটি ঘরে চার যুবক ওই কিশোরীকে গণধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হলে রক্তাক্ত অবস্থায় ওই কিশোরীকে বান্ধবীর পরিজনেরা রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়৷ অবস্থার অবনতি হলে নির্যাতিতাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

নির্যাতিতা কিশোরীর মা-এর অভিযোগ, মেয়ের বান্ধবী ফোন করে ডেকে নিয়ে গিয়েছিল। সেখানেই মেয়েকে ধর্ষণ করা হয়। ঘটনার পর থেকে মানসিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েছে সে। মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের শাস্তির দাবী তুলে তিনি বলেন, আমার মেয়ের সর্বনাশ যারা করেছে তাদেরও চরম শাস্তি হোক সেটাই চাই।

এদিকে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমে পুলিশ বান্ধবীর জামাইবাবুকে এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে। ঘটনার সাথে যুক্ত অন্যান্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Related News

Back to top button