Archive
আরবি পঠন-পাঠন ইটাহার কলেজে

ওয়েব ডেস্কঃ পাশ কোর্সে আরবি বিষয় চালু করা হল ইটাহারের ডঃ মেঘনাদ সাহা কলেজে। উত্তর দিনাজপুর জেলায় এই প্রথম কোন কলেজে স্নাতক স্তরে আরবি পঠন-পাঠন শুরু হতে যাচ্ছে। দীর্ঘদিনের এই দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার মুসলিম সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। চলতি শিক্ষাবর্ষ থেকেই ফার্স্ট ইয়ারের পাশ কোর্সের ছাত্রছাত্রীরা আরবি নিয়ে পড়াশোনা করতে পারবেন। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় তরফে প্রথম বছরে ৩০টি আসনের অনুমোদন মিলেছে বলে কলেজ সূত্রে জানা গেছে।