Archive
ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ হেমতাবাদে

ওয়েব ডেস্কঃ রবিবার সকালে হেমতাবাদ ব্লকের দুস্থ মুসলিম দের মধ্যে বস্ত্র বিতরন করলেন তৃনমূল কংগ্রেস এর প্রাক্তন ব্লক সভাপতি মোয়াজউদ্দীন আহমেদ ওরফে খোকন। নিজের বাড়ির সামনে এক বস্ত্রবিতরণ শিবিরের মাধ্যমে এলাকার দুস্থ প্রায় পাঁচ শতাধিক পুরুষ ও মহিলার হাতে বস্ত্র তুলেদেন তিনি। মোয়াজউদ্দীন বাবু জানান, প্রতি বছর ঈদের আগে তিনি এলাকার দুস্থ দের মধ্যে বস্ত্র বিতরন করে থাকেন। যাতে খুশির ঈদের দিন সকলে নতুন বস্ত্র পরতে পারে।