Archive

উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল পুলিশ

ওয়েব ডেস্ক : উদ্ধার হওয়া ৪ টি বোমা নিষ্ক্রিয় করল পুলিশ। রবিবার দুপুরে মালদা থেকে বোম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি ফাটিয়ে নষ্ট করেন। অতি সম্প্রতি মালদায় বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে দুই  বোম্ব স্কোয়াড কর্মীর মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়েছে সিআইডি। তাই এদিন ইটাহার থানার পেছনে বোমাগুলি ফাটানোর সময় আগাম সতর্কতা হিসেবে দমকলের একটি ইঞ্জিন মজুত রাখার পাশাপাশি স্কোয়াড কর্মীরা যথাযথ বিস্ফোরক নিরোধক পোশাক পড়েই কাজ করেছেন। যদিও বোমাগুলি ড্যাম্প থাকায় সেগুলি শেষপর্যন্ত ফাটেনি। পুলিশ সূত্রে জানা গেছে, ওই চারটি বোমা কিছুদিন আগে ইটাহার থানার জয়হাট অঞ্চলের তালটুঙ্গি গ্রাম থেকে উদ্ধার করা হয়েছিল। একটি পুকুর দখল নিয়ে গোলমালকে কেন্দ্র করেই বোমাগুলি মজুত করা হয়েছিল বলে মনে করা হচ্ছে।

Back to top button