Archive

কংগ্রেসের সাথে জোট থাকছে, জানালেন সূর্য্যকান্ত মিশ্র

ওয়েব ডেস্ক : বামফ্রন্ট শরিকদের আপত্তি সত্ত্বেও কংগ্রেসের সঙ্গে হাতে হাত মিলিয়েই আন্দোলন চালিয়ে যাবে সিপিএম। আজ শিলিগুড়িতে আরও একবার এই ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। কংগ্রেসের সঙ্গে গাঁটছড়া বেঁধে রাখার বিষয়টি নিয়ে ফ্রন্ট শরিকদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন সূর্যবাবু। আজ শিলিগুড়িতে দলের জেলা নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেন তিনি। এদিন বৈঠক শেষে সূর্যবাবু জানান, বেকার সমস্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে আগামী ১১ ও ১৭ জুলাইয়ের মধ্যে আন্দোলন কর্মসূচী নেওয়া হয়েছে। এই উপলক্ষে মহামিছিল সংঘটিত হবে। মিছিলে যোগ দেওয়ার জন্য ফ্রন্টের বাইরেও যে সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দলগুলি রয়েছে, তাদেরকেও আহ্বান জানানো হবে। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাওয়ার ব্যাপারে ফ্রন্ট শরিকদের দাবি প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, “আমরা বামফ্রন্ট ভেঙে কিছু করছি না। বিষয়টি নিয়ে ফ্রন্টে আলোচনা করা হবে।”

Back to top button