কাঞ্চনজঙ্ঘাকে ২২ গজের উপযোগী করে তুলতে উদ্যোগ বাইচুঙের

ওয়েব ডেস্কঃ উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর। আর হয়ত বেশি দেরি নেই, আইপিএল দেখার জন্য হয়ত আর ছুটে যেতে হবেনা কলকাতা। এবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামেই হয়ত দেখা মিলবে ক্রিস গেইল, ডিভিলিয়ার্সের ওভার বাউন্ডারি। দেখা মিলবে কোহলির স্কোয়ার ড্রাইভে দুরন্ত বাউন্ডারি।শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ক্রিকেট ওয়ান-ডে, আইপিএল বা আইএসএলের খেলা করানোর জন্য উদ্যোগ গ্রহন করলেন নর্থবেঙ্গল বোর্ড অফ ডেভেলপমেন্ট স্পোর্টস & গেমসের চেয়ারম্যান বাইচুং ভুটিয়া। খেলাধুলার দিকে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে উত্তরবঙ্গ সফরে এসেই মুখ্যমন্ত্রী বাইচুংকে এই বোর্ডের দায়িত্ব দিয়েছিলেন। দায়িত্ব কাঁধে নিয়েই ময়দানে নেমে পরেছেন পাহাড়ি বিঁছে।
শিলিগুড়িতে ফুটবল ম্যাচ অনেক হয়েছে। এবার এই মাঠেই ক্রিকেট ম্যাচ করানোর জন্য সি এ বি সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গে একপ্রস্থ কথাও সেরে ফেলেছেন বাইচুং। যদিও এই স্টেডিয়ামে ক্রিকেট খেলার জন্য পরিকাঠামো নেই বলে জানান তিনি। তবে স্টেডিয়ামের পরিকাঠামোর উন্নয়ন করলে ক্রিকেট খেলাও সম্ভব হবে বলে জানিয়েছেন বাইচুং। এদিন স্টেডিয়ামে কমিটির দফতর উদ্বোধন করেন তিনি। এই বিষয়ে সোমবার বাইচুং জানান এই মাঠে ক্রিকেট-ফুটবল দুই-ই সম্ভব। তবে সেইভাবে সূচী তৈরী করতে হবে। মুম্বাইয়ে ডি আই পাটিল স্টেডিয়ামে ক্রিকেট যেমন হয় পাশাপাশি আইএসএলের খেলাও চলে। তবে শুধু ক্রিকেট-ফুটবল নয় অন্যান্য খেলাকেও গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।