Archive

কেন্দ্রীয় মন্ত্রীসভায় আরও এক রাষ্ট্রমন্ত্রী পাচ্ছে পশ্চিমবঙ্গ

ওয়েব ডেস্ক: দার্জিলিং এর সাংসদ ও বি জে পি কেন্দ্রীয় কর্ম সমিতির সদস্য সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে কেন্দ্রীয় মন্ত্রী সভায় রাষ্ট্রমন্ত্রী রূপে শপথ নেওয়ার জন্য আমন্ত্রন জানালেন ক্যাবিনেট সচিব প্রদিপ সিনহা। আগামীকাল সকাল ১১ টায় রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় মন্ত্রীসভার নবাগত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। কাল দিল্লী দরবারে মোট ১৯ জন নতুন সাংসদ মন্ত্রী হতে চলেছেন। মন্ত্রী হচ্ছেন বিশিষ্ট সাংবাদিক এম জে আকবর, তিনি মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছেন।
কয়েক মাসের মধ্যেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। মোদী যে কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দিয়েছেন, সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই উত্তর প্রদেশের। দলীয় সভাপতি অমিত শাহ ও প্রধানমন্ত্রী মোদী সব দিক বিবেচনা করে নতুন মন্ত্রীদের চয়ন করেছেন। ওয়াকিবহাল মহলের ধারনা সদ্য হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের চা বলয়ে বি জে পি র শক্তি বৃদ্ধির পুরস্কার স্বরূপ মন্ত্রীত্ব পাচ্ছেন আলুওয়ালিয়া।
এদিকে শিলিগুড়ি বিজেপি কার্যালয়ে আজ উৎসবের মেজাজ। সকাল থেকেই শোনা যাচ্ছিল মন্ত্রী হতে পারেন সাংসদ। বিকেলে ক্যাবিনেট সচিবের চিঠি পাওয়ার পর আনন্দে মেতে ওঠেন দলীয় সমর্থকরা। বিলি করা হয় মিষ্টিও।

Back to top button