কড়া নজরদারী চালানো হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে

ওয়েব ডেস্কঃ বাংলাদেশে জঙ্গি হামলার পর শনিবার সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি, কুমারগাঞ্জ, বালুরঘাট সহ জেলার সমস্ত সীমান্ত এলাকায় কড়া নজরদারি শুরু করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। বিশেষত হিলি সীমান্তে আন্তর্জাতিক ইমিগ্রেশেন চেকপোস্ট দিয়ে বাংলাদেশের সঙ্গে বহির্বাণিজ্য এবং অভিবাসন দফতর চালু থাকার পাশাপাশি হিলির বেশকিছু এলাকায় কাঁটা তারের বেড়া না থাকায় উন্মুক্ত সীমান্তে অনুপ্রবেশ এবং পাচার চক্রের সক্রিয় ভুমিকা লক্ষ্য করা যায়। শনিবার হিলি সীমান্তে অতিরিক্ত বাহিনী নামিয়ে করা নজরদারি ও তল্লাশী চালায় বিএসএফ।কয়েক জায়গায় নাকা করে বালুরঘাট-হিলির মধ্যে যাত্রী যাতায়াতকারী বিভিন্ন যানবাহনে তল্লাশী চালানো হচ্ছে। ১৯৯ নম্বর বিএসএফ বাহিনীর সুত্রের খবর গত ১০ মাসে বাহিনীর জওয়ানরা ৪০৭ জন বাংলাদেশী নাগরিককে বিনা পাসপোর্টে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে বেশ কিছু ভারতীয় এবং মায়ানমারের পাচারকারীও রয়েছে।