Archive
জার্নালিষ্ট ক্লাবের নয়া ইনিংস, সেনাপতি অংশুমান

ওয়েব ডেস্কঃ ভোট পর্ব মিটল শিলিগুড়ি জার্নালিষ্ট ক্লাবের। গঠিত হল নতুন কমিটি। জার্নালিষ্ট ক্লাবের নতুন সভাপতি হলেন প্রমোদ গিরি, সহ-সভাপতি হলেন প্রসেনজিত চৌধুরী ও ইরফান আজম। সম্পাদক হলেন অংশুমান চক্রবর্তী। যুগ্ম সম্পাদক হয়েছেন পার্থপ্রতিম সরকার ও দীপ্তেন্দু দত্ত। কোষাধ্যক্ষের পদ সামলাবেন কুন্দন ইয়ালমো। এছাড়াও কমিটিতে রয়েছেন বাচ্চু দাস, প্রসেনজিত রাহা, সব্যসাচী ভট্টাচার্য, কুহেলী সরকার, লক্ষ্মণ শীল, শ্রেয়সী কুন্ডু ও মোহন কর্মকার। মোট ১৯৮ টি ভোটের মধ্যে ভোট পড়েছে ১৭৮ টি। বিগত বছরের মতো এই বছরও বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সম্পাদকের পদ ধরে রাখলেন অংশুমান বাবু। ক্লাবের উন্নয়নের কাজ চালিয়ে যাবেন বলে জানান তিনি।