Archive

জেলায় ফিরলেন রব্বানী

ওয়েব ডেস্কঃ   মন্ত্রী হয়ে জেলায় ফিরলেন পর্যটন দফতরের রাষ্ট্র  মন্ত্রী গুলাম রব্বানী। রবিবার সকালে পদাতিক এক্সপ্রেসে কলকাতা থেকে ফিরেছেন। কিশানগঞ্জ স্টেশনেই নবনির্বাচিত মন্ত্রীকে অভিনন্দন জানানোর জন্য হাজির ছিলেন  দলীয় কর্মী-সমর্থকরা।  স্টেশনে উপস্থিত ছিলেন মন্ত্রীর স্ত্রী – সন্তান সহ পরিবারের বাকি সদস্যগন। বাড়িতে পৌছে মা-কে জড়িয়ে ধরেন তিনি। প্রথমবার মন্ত্রী হলেন তিনি।  মমতা বন্দোপাধ্যায়ের দ্বিতীয় মন্ত্রীসভায় রাষ্ট্র  মন্ত্রীর পদ পেয়েছেন উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের এই নেতা গুলাম রব্বানি । পেশায় হাই স্কুলের ইংরেজীর শিক্ষক। বাবাকে দেখে রাজনীতি শেখা।  দীপা দাশমুন্সির হাত ধরে রাজনীতিতে প্রবেশ। তার আগে নিজে সক্রিয় রাজনীতি না করলেও স্ত্রীকে নামিয়েছিলেন পঞ্চায়েত নির্বাচনে। গোয়ালপোখর পঞ্চায়েত সমিতিতে পূর্ত কর্মাধ্যক ছিলেন স্ত্রী। ২০০৯ এ বিধানসভা উপ নির্বাচনে প্রথম ভোট রাজনীতিতে আত্মপ্রকাশ। প্রথমবার হারলেও দ্বিতীয়বার গোয়ালপোখর আসন থেকেই কংগ্রেসের টিকিটে প্রথম বিধায়ক নির্বাচিত হন। বছরখানেক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। এবারে সরাসরি তৃণমূলের টিকিটে ভোটে জিতেই একেবারে রাষ্ট্রমন্ত্রী।

Related News

Back to top button