Archive

দলে প্রয়োজন তরুণ সদস্য বার্তা সূর্যের

ওয়েব ডেস্কঃ  চাহিদার তুলনায় কর্মি অপ্রতুল, তাই তরুণদের দলে টানার বার্তা সূর্যের। নির্বাচনে ভরাডুবি কেন তা পর্যালোচনায় শুক্রবার দিনভর  কোচবিহারে দলীয়  বৈঠক করেন সিপিএমের রাজ্য সম্পাদক  সূর্যকান্ত মিশ্র। বৈঠকে উপস্থিত ছিলেন দলের জেলা ও সম্পাদক মন্ডলীর সদস্যরা।  সেখানেই তিনি দলে নতুন সদস্য বাড়ানোর দিকে জোড় দিতে বলেন সিপিএমের  কোচবিহার জেলা নেতৃত্বকে। সূর্যবাবু অভিযোগ করেন রাজ্যজুরে তৃণমুল কংগ্রেস সন্ত্রাস চালাচ্ছে। কর্মিরা ঘর ছাড়া। পাশাপাশি তিনি জানান তৃণমুলের সন্ত্রস্ত এলাকা গুলি পরিদর্শন করতে রাজ্য বাম-কংগ্রেসের প্রতিনিধিদল খুব শীঘ্রই জেলায় আসবে। তাঁরা কর্মিদের সাথে দেখা করবেন এবং  তাঁদের সুবিধা অসুবিধারর কথা শুনবেন।

Back to top button