Archive

নতুন ভবনের উদ্বোধন ইটাহার বান্ধব শহর গ্রন্থাগারে

ওয়েব ডেস্ক : নতুন ভবনের দ্বারোদ্ঘাটন হল ইটাহার বান্ধব শহর গ্রন্থাগারে। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এদিন দ্বিতল এই নতুন ভবনটির উদ্বোধন করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। উপস্থিত ছিলেন সরকার পোষিত এই গ্রন্থাগারের প্রশাসক শৈলেন্দ্রনাথ চক্রবর্তী, সমাজকর্মী বিমল আচার্য, সুধেন্দু মজুমদার প্রমুখ। গ্রন্থাগার সূত্রে জানা গেছে, গ্রন্থাগার দপ্তরের দেওয়া ১৮ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবনটি নির্মাণ করা হয়েছে। স্থানীয় বিধায়ক অমল আচার্যর তৎপরতায় টাকার যোগান মিলেছিল প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরির সৌজন্যে।

Back to top button