Archive

নবজাতকের মৃতদেহ আগলে রাখলেন ২দিন

ওয়েব ডেস্কঃ  নাড়ি কাটতে গিয়ে মৃত্যু হওয়া সদ্যোজাত পুত্র সন্তান কে দুই দিন ঘরের ভিতর আগলে রেখে দিলো মা। ঘটনাটি ঘটেছে নদীয়ার কোতোয়ালী থানার কালিনগর চাকি পাড়ায়।রবিবাসরীয় সকালে এমন একটি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা কালিনগর এলাকায়।স্থানীয় সূত্রের খবর,কালিনগর চাকি পাড়ার বাসিন্দা পেশায় দিনমজুর অসীম সরকারের স্ত্রী ফুলি সরকার গত শুক্রবার নিজের বাড়িতেই একটি পুত্র সন্তানের জন্ম দেন। অভিযোগ,সন্তান প্রসবের পর নিজেই সন্তানের নাড়ি কাটতে যান ফুলি সরকার।অনভ্যস্ত হাতে নাড়ি কাটার সময় মৃত্যু হয় নবজাতকের।এই ঘটনায় মানসিক ভাবে বিপর্যস্ত মা ফুলি সরকার সদ্যোজাত শিশু পুত্র কে ঘরের ভিতরই আগলে রেখেদেন।রবিবার সকালে এলাকাবাসী অসীম সরকার ও ফুলি সরকারের বাড়ির ভিতর থেকে পচা গন্ধপেয়ে খোঁজখবর নিতে গেলে বিষয়টি সামনে আসে। পরে এলাকাবাসী কোতোয়ালী থানায় খবর দিলে পুলিশ এসে মা ও মৃত সন্তান কে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ মা ফুলি সরকার কে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করেছে। অন্যদিকে রবিবার সকালে বাড়িতে পুলিশ আসতে দেখে পালিয়ে যায় বাবা অসীম সরকার। পলাতক অসীম সরকারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।মৃত্যুর সঠিক কারণ জানতে নবজাতকের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কোতোয়ালী থানার পুলিশ।

Back to top button