Archive
বাতিল হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের একাধিক পরীক্ষা

ওয়েব ডেস্কঃ ঈদের ছুটির জেরে বাতিল হল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পাস ও অনার্স কোর্সের একাধিক পরীক্ষা। বাতিল স্নাতকোত্তর স্তরের পরীক্ষাও। ফলে বিপাকে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার পড়ুয়া।
মঙ্গলবার বিকেলেই রাজ্য সরকার ঈদ উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার ছুটি ঘোষনা করেছে। ঈদ উপলক্ষে বুধবার আগের থেকেই ছুটি থাকায় সেইদিন বিশ্ববিদ্যালয়ের কোন পরিক্ষা ছিলনা তবে আকস্মিক এই ছুটিতে পরিক্ষার নির্ঘন্টে রদবদল করতে বেশ বেগ পেতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। পরীক্ষা নিয়ামক সুশান্ত দাস এই বিষয়ে জানিয়েছেন ” এদিন বিশ্ববিদ্যালয় ছুটির পর ছুটির নির্দেশিকা আসায় আগামিকাল বিশ্ববিদ্যালয়ে জরুরি বৈঠকে পরীক্ষার দিন ঠিক করা হবে।