Archive

রাজ্যের বিরুদ্ধে আন্দোলনের ডাক বেকার যুবকদের

ওয়েব ডেস্কঃ রাজ্যে চাকরি নেই। বেকার যোগ্য যুবক-যুবতিদের চাকরিতে না নিয়ে বরং নেওয়া হবে অবসরপ্রাপ্তদের ঠিক এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক পশ্চিমবঙ্গ বেকার যুব মঞ্চের। এদিন আলিপুরদুয়ারে সাংবাদিক সম্মেলন করে একথাই জানালেন মঞ্চের সদস্যরা। শূধু আলিপুরদুয়ার জেলায় নয় এই মঞ্চে যোগ দিয়েছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বেকাররা।
তেলে ভাজা, চপ ঘুগনির ব্যবসার কথা বলে আদতে রাজ্যের শিক্ষিত বেকারদের নিয়ে পরিহাস করা হচ্ছে। পশ্চিমবঙ্গ বেকার যুব মঞ্চের অন্যতম সদস্য তথা মঞ্চের সভাপতি শান্তনু দেবনাথ ঠিক এই ভাষাতেই নিন্দা করলেন রাজ্য সরকারের। অবসরপ্রাপ্তদের ফের নিয়োগ সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র বিরোধীতা করে শান্তনু বাবু জানান “আমরা আমাদের অধিকার চাই কর্ম সংস্থানের মাধ্যমে।যুবশ্রী বা কন্যাশ্রীর আর্থিক অনুদানে নয়। রাজ্য সরকারের সিদ্ধান্ত শীঘ্রই পরিবর্তন করে বেকারদের নিয়োগের বন্দোবস্ত না করলে রাজ্যজুরে আন্দোলনে নামবে এই মঞ্চ”।

Back to top button