Archive

রাতের শহরে গুলি, আতঙ্ক শহরজুরে

ওয়েব ডেস্কঃ  রাতের কোচবিহার শহরের মাঝে গুলি। আহত দুই তৃণমূল কংগ্রেস কর্মী। ঘটনায় অভিযোগের তীর এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। সোমবার গভীর রাতে শহরের মাঝে দাস ব্রাদার্স মোরে কোচবিহারের ২০ নম্বর ওয়ার্ড কমিটির আহ্বায়ক দীপেশ লামার ওপর হামলা চালায় একদল দুস্কৃতী। দীপেশ লামাকে লক্ষ্য করে দুস্কৃতীরা গুলি চালালে তাঁর পেটে গুলি লাগে এবং তাকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ঘটনায় জখম হন তৃণমূলের আরও এক কর্মী অমিত দাস। তৃণমূল কংগ্রেসের দুই
গোষ্ঠীর বিবাদের জেড়েই মূলত এই হামলা বলে  অভিযোগ।  ঘটনায় অভিযুক্ত কোচবিহারের  তৃণমূল কাউন্সিলার শুভজিত কুন্ডু। তার লোকেরাই রাতে গুলি চালায় বলে অভিযোগ। আক্রান্ত হন তৃণমূল নেতা অভিজিত দে ভৌমিকের ঘনিষ্ঠ দুই তৃণমূল কর্মীও। রাতের শহরে এই ঘটনায় শহর জুরে আতঙ্ক ছড়িয়েছে সাধারন নাগরিকদের মধ্যে।

Back to top button