Archive
৩২জন বাংলাদেশীকে আটক করল বিএসএফ

ওয়েব ডেস্কঃ দক্ষিন দিনাজপুর জেলার হিলি সীমান্তের বালুপাড়া থেকে ৩২জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আটক করল বিএসএফের ১৯৯ ব্যাটালিয়ন। ১৯৯ বিএসএফের আইসি অলকেশ সিংহা জানান, শুক্রবার গোপন সুত্রে খবর পেয়ে হিলি সীমান্তের বালুপারা এলাকার একটি বাড়িতে হানা দিলে ৩২ জন বাংলাদেশী কে আটক করা হয়। যাদের মধ্যে ১৩ জন পুরুষ, ৯ জন মহিলা, ১০ জন শিশু রয়েছে। এদের সবার বাড়ি বাংলাদেশ এর ফুলবাড়ি থানার কুড়ি গ্রামে। ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য হিলি সীমান্তে ঠাঁই নিয়ে ছিল তাঁরা। কাজের সন্ধানে ৪ বছর আগে কোচবিহারের চউদিঘাট সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে দিল্লি, হারিয়ানা,রাজাস্থানের বিভিন্ন ইট ভাটায় কাজ করতো।