
ওয়েব ডেস্কঃ গোপন সূত্রে খবর পেয়ে দুই চন্দনকাঠ পাচারকারীকে হাতেনাতে পাকড়াও করল এসএসবি। ধৃতদের কাছ থেকে প্রায় ১০কোটি টাকা মুল্যের চন্দন কাঠ উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পাওয়ার পর থেকেই শিলিগুড়ির শালবাড়ি এলাকায় কড়া নজরদারি চালাচ্ছিলেন এস এস বি-এর ৪১ ব্যাটেলিয়নেরর জওয়ানরা। সেই সময়েই ওই চন্দন দস্যুদের পাকড়াও করেন তাঁরা। উত্তর-পূর্ব ভারত থেকে চিনে এই চন্দন কাঠ পাচার করা হচ্ছিল বলে এসএসবি-র পক্ষে জানানো হয়েছে।