ইসলামপুর

দাড়িভিটের একবছর, ‘run for Justice’ – এর আয়োজন বিজেপির

দাড়িভিটের একবছর, ‘run for Justice’ – এর আয়োজন বিজেপির

Bengal Live ইসলামপুরঃ দাড়িভিটে ছাত্র আন্দোলনের মাঝে গুলিবিদ্ধ হয়ে দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনার এক বছর পূর্তিতে ‘run for Justice’ -ম্যারাথন দৌড় প্রতিযোগীতার আয়োজন ইসলামপুরে। শুক্রবার বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্বের পাশাপাশি নিহত দুই ছাত্রের পরিজনদের দেখা যায় ম্যারাথন দৌড় প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠানে।

ম্যারাথন ছাড়াও এদিন রাজেশ ও তাপসের প্রতিকৃতিতে মাল্যদান, রক্তদান শিবির, নামকির্তন সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দাডিভিটে। ছেলের মৃত্যুবার্ষিকীতে আরও একবার সিবিআই তদন্তের দাবী জানান নিহত ছাত্র তাপস বর্মণের মা মঞ্জু বর্মন।

এদিকে বৃহস্পতিবার দিনই ইসলামপুরে পৌঁছেছেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, দাড়িভিটের ঘটনার সিবিআই তদন্তের দাবীতে আমরা এবং রাজেশ ও তাপসের পরিবার সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছে দিয়েছি৷ যতদিন এই ঘটনার সিবি আই তদন্তের নির্দেশ না দেওয়া হচ্ছে আমাদের আন্দোলন ততদিন চলবে বলে জানিয়েছেন সাংসদ, মন্ত্রী দেবশ্রী চৌধুরী। দেবশ্রী দেবী জানিয়েছেন, ম্যারাথন প্রতিযোগীতার পাশাপাশি, প্রতিবাদ সভারও আয়োজন করা হয়েছে দাড়িভিটে।

Related News

Back to top button