ইসলামপুর

টাকা ছিনতাই করতে গিয়ে ধৃত এক,  গণপিটুনিতে মৃত দুষ্কৃতী

টাকা ছিনতাই করতে গিয়ে ধৃত এক, গণপিটুনিতে মৃত দুষ্কৃতী

Bengal Live ইসলামপুরঃ গণপিটুনিতে মৃত্যু হলো এক টাকা ছিনতাইকারীর। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ১৮ খালি গ্রামে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, রামাবতি চা বাগানের শ্রমিকদের বেতনের জন্য ব্যাঙ্ক থেকে প্রায় চার লক্ষ টাকা তুলে বাগানের দিকে যাচ্ছিলেন বাগানের ম্যানেজার। অভিযোগ, পথে দুই দুষ্কৃতী সেই টাকা ছিনতাই করে। বাগানের শ্রমিকদের হাতে এক দুষ্কৃতী ধরা পড়লেও টাকা সহ পালিয়ে যায় অন্যজন। এদিকে ধৃত ছিনতাইকারীকে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুষ্কৃতীর।

এই বিষয়ে চোপড়ার তৃণমূল কংগ্রেস নেতা জাকির আবেদীন জানান, বাগান শ্রমিকদের হাতে ধৃত দুষ্কৃতীর মৃত্যু হয় গণপিটুনির জেরে। অপর দুষ্কৃতী টাকা সহ পলাতক। চোপড়া থানার পুলিশ অপর দুষ্কৃতীর খোঁজে জোড় তল্লাশি শুরু করেছে।
ইসলামপুরের পুলিশ সুপার শচিন মক্কর জানিয়েছেন, এক দুষ্কৃতী টাকা ছিনতাই করে পালাচ্ছিল। তাকে ধরে জনতা পিটিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে।

Related News

Back to top button