৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা,মৃত এক
৩১ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত এক মোটর বাইক আরহী।
Bengal Live ইসলামপুরঃ লড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। আহত এক। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুরের ৩১ নম্বর জাতীয় সড়কে চৌরঙ্গী মোড়ে। মৃত ওই মহিলার নাম মঞ্জুরা খাতুন(৩২)। বাড়ি দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকায়। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে রাখা হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ।
স্থানীয়সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া এলাকার বাসিন্দা মঞ্জুরা খাতুন ও তাঁর স্বামী জাতীয় সড়ক ধরে বিহারের কিষানগঞ্জে তাদের আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ইসলামপুরে চৌড়ঙ্গী মোড় এলাকায় মোটর বাইকে ওই দম্পতি পৌঁছলে, অভিযোগ ওঠে পেছন থেকে একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়।
মোটর বাইক থেকে ছিটকে পরেন ওই দম্পতি। গুরুতর আহত হয় মঞ্জুরা খাতুন ও তাঁর স্বামী। স্থানীয় বাসিন্দারা ওই দম্পতিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মঞ্জুরাকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর লড়িটি পালিয়ে গেলেও পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ আটক করে লড়িটিকে। যদিও ঘাতক লড়ির চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।