Advertisement
ইসলামপুর

স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই চোপড়ায়

স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই চোপড়ায়

Bengal Live রায়গঞ্জঃ স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে লক্ষাধিক টাকার সোনার গহনা ও নগদ টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চোপড়ার দাসপাড়া বাজার এলাকায়।

গুলিবিদ্ধ ওই ব্যবসায়ীর নাম গোপাল বর্মণ। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপাল বর্মণের দাসপাড়া বাজার এলাকায় একটি সোনার দোকান রয়েছে। এদিন সন্ধ্যায় সেই দোকান বন্ধ করে বর্মণ কলোনীর বাড়িতে ফিরছিলেন। অভিযোগ সেই সময় দুষ্কৃতীরা গোপাল বাবুকে গুলি করে। এবং গোপাল বাবুর কাছে থাকা সোনার গহনা ও নগদ টাকা ছিনতাই করে চম্পট দেয়।

স্থানীয় বাসিন্দারা গুলিবিদ্ধ গোপাল বর্মণকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর চিকিৎসক গোপাল বর্মণ কে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেন হাসপাতালে স্থানান্তরিত করে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চোপড়া থানার পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Tags
Back to top button
Close