ইসলামপুর

বিজেপি নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে,অস্বীকার অভিযোগ

বিজেপি নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে,অস্বীকার অভিযোগ

Bengal Live ইসলামপুরঃ বিজেপির জেলা সাধারণ সম্পাদককে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের এক কাউন্সিলরের বিরুদ্ধে।এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুরে।

বিজেপি নেতা সুরজিৎ সেনের অভিযোগ,বৃহস্পতিবার তাঁর বাড়ির সামনে নোংরা ও আবর্জনা ফেলে দিয়ে যান সাফাই কর্মীরা। অভিযোগ, ওই সাফাই কর্মীরা স্থানীয় কাউন্সিলারের নির্দেশেই তা ফেলে দেয় ওখানে। সুরজিৎ বাবুর দাবী,তিনি বিষয়টি পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রণজিৎ দে-কে জানাতেই প্রতিকার না করে উলটে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং প্রাণে মারার হুমকি দেন।এবিষয়ে আইনের দ্বারস্থ হতে চলেছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেন।

কাউন্সিলর রণজিৎ দে অভিযোগ ভিত্তিহীন দাবী করে বলেন, পুজোর আগে ওয়ার্ড পরিষ্কার করার কাজ চলছে। যেই গলিতে সাফাই চলছিল সেখানে গাড়ি না ঢোকায় আবর্জনা এক জায়গায় স্তূপ করা হচ্ছিল।
পরে তা সরিয়ে নেওয়া হয়। সেই জায়গাটিও বিজেপি নেতার বাড়ি থেকে অনেকটা দূরে।না জেনেই এমন মন্তব্য করা ঠিক নয়।আর প্রাণে মারার হুমকি আদৌ তিনি দেননি।সেটি সম্পূর্ণ মিথ্যে বলে দাবী করেছেন তিনি।

Related News

Back to top button