পোর্টজিন

“অচল হয়ে” লিখেছেন আভা সরকার মন্ডল

সচল ছিলাম যখন আমি
মূল্য ছিল কত
অচল হয়ে মনের যত
সুখ যে হলো গত ।।

গরীব ধনী সবাই আঁকড়ে
রাখতো যে সবলে
এখন আমি স্বজনহারা—
দুর্দিনের কবলে।।

অচল হওয়ার পরে পথের
ধুলোয় থাকি পড়ে
মনের ভেতর ব্যথাগুলো
নিত্য বাজে জোরে ।

উঁচু গলায় তেড়ে আবার
আসলে নকলে —
অচল পয়সা ‘– বলে গালি
দেয় ঠুকে সকলে ।

দিন যে কারো যায় না সমান
বুঝি হাড়ে হাড়ে
অচল হলে মানুষেরাও
দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে ।।

সচল মানেই প্রাণের পরশ
সুখে দুখে ম’জে
স্থবির হওয়ার কষ্ট শুধু
অচলেরাই বোঝে ।।

Related News

Back to top button