পোর্টজিন

‘কৃষক” লিখেছেন সমর আচার্য্য

 

 

প্রভাতে উঠে লাঙ্গল কাঁধে
যায় ওরা সব মাঠে মাঠে
নগ্ন গায়ে রোদ ঝড় বৃষ্টিতে
মোদের তরে ফসল ফলাতে l

অন্ন বিনা জীবন বাঁচেনা
জঠরের জ্বালা যে বড় যন্ত্রনা
সেই জঠর কে করতে শান্ত
চাষ করে জমি হয়ে ক্লান্ত l

শস্য যদি না ফলে মাঠে
কি খেয়ে বাঁচবে জীবন
দিবা রাত্র ওরা পরিশ্রম করে
যাতে আমাদের উদর ভরে l

ওরা কৃষক ওরা সব চাষী ভাই
ওদের ফলানো শস্যই প্রাণ বাঁচাই
তবু ওদের ঘরে অভাব অনটন
লেগেই থাকে সদা সর্বক্ষণ l
ওদের পরিশ্রমের অমূল্য ধন
রাজার হস্ত করে যে অপহরণ l

কৃষক বন্ধুরা যদি থাকে ভালো
আমরা সবাই ও দেখবো আলো
ওদের মুখে ফুটে উঠুক হাসি
থাকুক ওরা সদা হাসি খুশি l

Related News

Back to top button