পোর্টজিন
“বীরসন্ন্যাসী পরে শ্রদ্ধাজ্ঞাপন” লিখেছেন শুভ্রা ভট্টাচার্য

Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।

বারোই জানুয়ারী জন্ম জয়ন্তীর শুভ ক্ষণে
হে মনীষী,জানাই সশ্রদ্ধ প্রণতি তব শ্রীচরনে,
এই দিনটি সর্বত্র যুবদিবস হিসাবে পালিত
রামকৃষ্ণদেবের প্রিয় শিষ্য নরেন নামে খ্যাত।
আশৈশব দুরন্তপনা,অদম্য চিত্ত একাগ্রতায়
আধ্যাত্মিকতায় অমোঘ আত্মিক আকর্ষণ,
সম্যক জ্ঞান আহরনের তরে পাঠ্য বিষয়রা
সমাজ সাহিত্য বিজ্ঞান ধৰ্ম ইতিহাস দর্শন।
সংগীত খেলাধুলা সমাজসেবায় নিবেধিত প্রাণ
সর্বক্ষেত্রে গভীর অনুশীলনে তব দীর্ঘ অনুরাগ,
অসাধারণ জ্ঞান স্মৃতি আর মেধার সমন্বয়ে
সমগ্র বিশ্বের দরবারে পৌঁছে দিলে তার ভাগ।
শিকাগো শহরের বিশ্বধৰ্ম মহাসভায় সুমধুর
বক্তৃতা বিশ্ববাসীর হৃদয়ে জাগালো কাঁপন,
জগৎ ব্যাপী হিন্দু ধর্ম প্রচারে তব আত্মত্যাগ
ঐকান্তিক প্রচেষ্টায় ভারতকে শ্রেষ্ঠত্বে স্থাপন।
প্রাচ্য পাশ্চাত্যের ধর্মগ্রন্থ চর্চার অনুশীলন
করেছিল তোমারে মূর্তি পূজা হতে বিরত,
নিরাকার ঈশ্বরীয় তত্ত্বে দৃঢ় বিশ্বাসী হয়ে
দীন আর্তের সেবায় হয়েছিলে নিবেদিত।
কর্মযোগ রাজযোগ জ্ঞানযোগ বিবেকবানী
শিকাগো বক্তৃতা – রচিত কত মূল্যবান গ্রন্থ,
যাহারা সমাজ পরিবর্তনের হাতিয়ার স্বরূপ
পাঠ্যবইয়ে বিবেক সত্তার জাগরণের মূলমন্ত্র।
হিমালয় হতে কন্যাকুমারী,পুব হতে পশ্চিম
পদব্রজে সমগ্র ভারত করিলে তুমি ভ্রমণ,
সন্ন্যাস জীবনে কঠিন দুর্বিসহ আত্মত্যাগে
সর্বত্র মানবসেবা ও মানবতার বানী প্রচলন।
তোমার কালজয়ী বাণী “ওঠো জাগো, ওঠো
লক্ষ্যে না পৌঁছানো অবধি কখনো থেমো না”,
“জীবে প্রেম করে যেজন,সেজন সেবিছে ঈশ্বর”
প্রাণ প্রকৃতির এমন নিঃস্বার্থ সেবা ভুলবো না।
তোমার হাত ধরে বিদেশিনীর ভারত আগমন
নিবেদিতা নামে ভারতবাসীর সেবায় নিমজ্জন,
কহিলে “যে সমাজে নারীর নাই যোগ্য সম্মান
সেই সমাজ সংসারের হবে না কখনো উত্থান”।
তব জীবন আদর্শ হতে যা কিছু মহান প্রাপ্তি
ক্ষুদ্রের সীমিত ভাষায় তা বর্ণনার উর্দ্ধে অতি,
তোমা হতে উৎসারিত জ্ঞানের আলোর ঝলকে
উদ্ভাসিত মম অন্তর প্রাণ মন পলকে পলকে।
হে প্রাতঃস্মরণীয়, রইবে তুমি হৃদয়ে মননে
বিশ্ববাসীর বিবেকে অন্তরে চিন্তনে শিখনে,
বারোই জানুয়ারী ফিরে ফিরে আসে পরানে
বীর সন্ন্যাসীর পরে বারংবার শ্রদ্ধা জ্ঞাপনে।।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।
I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.
I was very pleased to uncover this great site. I need to to thank you for ones time for this fantastic read!! I definitely appreciated every bit of it and I have you bookmarked to look at new information on your blog.
Can I simply just say what a relief to uncover someone that truly understands what theyre talking about online. You certainly realize how to bring a problem to light and make it important. A lot more people have to check this out and understand this side of your story. I was surprised you arent more popular given that you definitely have the gift.