পোর্টজিন
“রাত্রি কাব্য” লিখেছেন তীর্থঙ্কর সুমিত
Bengal Live পোর্টজিনঃ পোর্টজিন কি? পোর্টজিন একটি অনলাইন ম্যাগাজিন। প্রতি সপ্তাহের রবিবার এটি বেঙ্গল লাইভের (bengallive.in) এর পোর্টজিন বিভাগ থেকে প্রকাশিত হয়।
জানিনা এ গল্পের শেষ কোথায়
তুমি হাসলে পৃথিবী হাসে
যন্ত্রণার সেমিকোলন বসে প্রতিটা অক্ষরে
তাইতো অমর কাব্যের সৃষ্টি হয়
বিন্দু থেকে বৃত্ত
সবই হাতের মুঠোয়
অসহ্য যন্ত্রনায় সরীসৃপ হেঁটে চলে একাকী
পথ ভুল করলে রাস্তা পড়ে থাকে
পথের ওপ্রান্তে
এসো রাত্রি সৃষ্টি করি সূর্য কে বুকে নিয়ে।
কীভাবে লেখা পাঠাবেন?
নীচে উল্লিখিত হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ইমেল আইডিতে লেখা পাঠাতে পারবেন।
হোয়াটসঅ্যাপ নাম্বার~ 9635459953
ইমেল আইডি~ bengalliveportzine@gmail.com
লেখার সঙ্গে নিজের নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং একটি ছবি পাঠানো আবশ্যক।
ভ্রমণ কাহিনীর সঙ্গে নিজের তোলা দুটো ছবি পাঠাতে হবে।