বেহাল রাস্তা, ধানের চারা রোপণ করে বিক্ষোভ রায়গঞ্জে

বেহাল রাস্তা, ধানের চারা রোপণ করে বিক্ষোভ রায়গঞ্জে
Bengal Live রায়গঞ্জঃ চলাচলের অযোগ্য বেহাল রাস্তা দ্রুত মেরামতির দাবীতে পথ অবরোধ রায়গঞ্জে। ধানের চারা রাস্তার উপর রোপন করে বিক্ষোভ গ্রামবাসীদের। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জের শ্যামপুর মোড় এলাকায়।
জানা গেছে, দীর্ঘদিন থেকে বেহাল হয়ে পড়ে রয়েছে রাস্তা। একাধিকবার অবরোধ, বিক্ষোভ দেখানোর পর রাস্তা মেরামতির কাজ শুরু হলেও ফের থমকে যায়। ভাঙা রাস্তা অযোগ্য হয়ে পড়ে চলাচলের। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা মেরামতির কাজে বরাত পাওয়া ঠিকাদারী সংস্থা রাস্তায় মাটি ও ধুস বালি ফেলে রাখে। বৃষ্টির পর সেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই ঘটনার প্রতিবাদেই এদিন রাস্তার উপর ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
এদিকে পথ অবরোধ বেহাল রাস্তার কারণে ব্যাপক সমস্যার সম্মুখীন এলাকার প্রায় ১৫-২০টি গ্রামের কয়েক হাজার মানুষ। ওই এলাকাতেই রয়েছে আর শ কয়েকটি স্কুলও। ফলে সাধারণ বাসিন্দাদের পাশাপাশি স্কুল পড়ুয়ারাও সমস্যার মধ্যে রয়েছে।