রায়গঞ্জ

ব্যাঙ্কে খাঁটি সোনা বন্ধক রেখে ফেরত নকল সোনা, অভিযোগে চাঞ্চল্য কালিয়াগঞ্জে

ব্যাঙ্কে খাঁটি সোনা বন্ধক রেখে ফেরত নকল সোনা, অভিযোগে চাঞ্চল্য কালিয়াগঞ্জে

Bengal Live রায়গঞ্জঃ ব্যাঙ্কে সোনা বন্ধক দিয়ে লোন নিয়েছিলেন জোৎস্না বর্মণ নামে এক গৃহবধূ। সোমবার সেই লোন মিটিয়ে ব্যাঙ্কের থেকে নিজের সোনার অলঙ্কার ফেরৎ নেন তিনি। এরপরেই মাথার উপর আকাশ ভেঙে পড়ার পরিস্থিতি। আসল সোনার গহণার বদলে ব্যাঙ্ক তাঁকে নকল সোনার অলঙ্কার ফেরৎ দিয়েছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূ। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়ায় কালিয়াগঞ্জের বাঘন এলাকার একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কে।

জানা গেছে, জোৎস্না বর্মন নামে এক গৃহবধূ বছর দু’য়েক আগে বাঘন এলাকার একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের শাখা থেকে সোনার হার বন্ধক রেখে ৭৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। এদিন সেই ঋণের টাকা পরিষোধ করার পর ব্যাঙ্ক থেকে জমা সোনা ফেরৎ নেন তিনি। এরপরেই বাঁধে গন্ডোগোল। জোৎস্না দেবীর অভিযোগ, আসল সোনার বদলে ব্যাঙ্ক তাঁকে নকল সোনার অলঙ্কার ফেরৎ দিয়েছে। এমনকি হারের বদলে এদিন তাঁকে চুড় ফেরৎ দেওয়া হয়।

এই ঘটনা জানাজানি হতেই এদিন ব্যাঙ্কে ভিড় জমায় সাধারণ বাসিন্দারা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। পরিস্থিতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালিয়াগঞ্জ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ব্যাঙ্ক সোনার কোয়ালিটি টেস্টের জন্য যেই ব্যবসায়ীকে নিয়োগ করেছিল সেই ব্যবসায়ীও বেপাত্তা। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি। এদিকে এই অভিযোগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে ব্যাঙ্কের গ্রাহকদের মধ্যে।

Related News

Back to top button