অযোধ্যার হোমাগ্নির আঁচ রায়গঞ্জেও, বিজেপি ও ভিএইচপি-র উদ্যোগে পূজাপাঠ ও যজ্ঞ

অযোধ্যার হোমাগ্নির আঁচ রায়গঞ্জেও, বিজেপি ও ভিএইচপি-র উদ্যোগে পূজাপাঠ ও যজ্ঞ। ঐতিহ্যকে বজায় রাখতে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে দাবি বিজেপির।
Bengal Live রায়গঞ্জঃ অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা উপলক্ষে রায়গঞ্জ শহরেও বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদ। বিজেপির জেলা কার্যালয় সংলগ্ন বিশ্ব হিন্দু পরিষদ প্রাঙ্গনে এই যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার। রায়গঞ্জ সহ এরাজ্যে পূর্ণ লকডাউন চললেও ঐতিহ্যকে বজায় রাখতে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী।
যজ্ঞানুষ্ঠান ও পূজা পাঠ উপলক্ষে বিজেপির জেলা কার্যালয়ে ভোগ ব্যাঞ্জনের ব্যবস্থাও করা হয়। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, দেশ ও রাজ্যজুড়ে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলা লকডাউনকে মান্যতা দিয়ে আমরা সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে এই অনুষ্ঠান করছি।