এইমস ইস্যুকে হাতিয়ার করে প্রচারে নামছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানী
এইমস ইস্যুকে হাতিয়ার করেই নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানী। পাশাপাশি কর্মসংস্থানের জন্য কন্টাক্ট ফার্মিং-এর চিন্তাভাবনা প্রার্থীর৷
Bengal Live রায়গঞ্জঃ বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে রাজ্যের ১৪৮ বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি৷ উত্তর দিনাজপুর জেলার নয় আসনের মধ্যে সাত আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছেন রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। রায়গঞ্জ বিধানসভায় প্রার্থী করা হয়েছে শিল্পপতি কৃষ্ণ কল্যানীকে। প্রার্থী ঘোষণা করার পরেই শুক্রবার বন্দর আদি কালীবাড়িতে সস্ত্রিক পূজা দিয়ে প্রচার শুরু করেন তিনি। এদিন বিকেলে উদয়পুর এলাকায় দেওয়াল লিখনের কাজও শুরু করেছেন প্রার্থী নিজেই।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণ কল্যানী বলেন, কর্মসংস্থানের উপর জোড় দেবেন তিনি। বিশেষত কন্টাক্ট ফার্মিং প্রকল্পকেই হাতিয়ার করে আয়ের উৎস তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁর বলে জানিয়েছেন। কন্টাক্ট ফার্মিং কী? প্রশ্নের উত্তরে তাঁর জবাব, দুই থেকে চার হাজার চারা গাছ ও ফার্টিলাইজার দেওয়া হবে পরিবার পিছু। তিন মাস পর সেই চারা গাছ কিছুটা বড় হলে কিনে নেবে সংস্থা। প্রার্থীর দাবি, এই প্রকল্পে প্রতি তিনমাসে কমপক্ষে ২০ হাজার টাকা আয় হবে পরিবারের।
এদিকে কর্মসংস্থানের পাশাপাশি নির্বাচনী প্রচারে প্রধান হাতিয়ার হবে এইমস। কৃষ্ণ কল্যানী বলেন, কেন্দ্রে ও রাজ্য ভিন্ন সরকার থাকলে মতবিরোধ তৈরি হওয়াটা স্বাভাবিক। ফলে রাজ্য ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা হলে এইমসের জমির সমস্যা মিটবে। এইমস স্থাপনে প্রয়োজনে দিল্লি পর্যন্ত যাবেন তিনি বলে জানিয়েছেন এদিন৷