কাটমানি ইস্যুতে রায়গঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ বিজেপির
কাটমানি ইস্যুতে রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের বিক্ষোভ বিজেপির। বিক্ষোভ দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির দপ্তরের সামনেও।
Bengal Live রায়গঞ্জঃ কাটমানি ইস্যুতে রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের বিক্ষোভ বিজেপির। বিক্ষোভ দেখানো হয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির দপ্তরের সামনেও। বৃহস্পতিবার শতাধিক বিজেপি কর্মী সমর্থক মিছিল করে এসে বিডিও অফিস ও পঞ্চায়েত সমিতির দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো শুরু করে।
বিজেপি নেতা বিশ্বজিৎ লাহিড়ী বলেন, তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি লাগামহীন দুর্নীতির সাথে যুক্ত। সাধারণ মানুষের কাছ থেকে কাটমানি নিয়ে সরকারি প্রকল্পের সুবিধা দিয়েছে সদস্যরা। এই কাটমানির টাকা ফেরতের দাবীতে এবং দুর্নীতির প্রতিবাদেই এদিনের এই বিক্ষোভ অবস্থান। বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে এদিন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে।