রায়গঞ্জ

রায়গঞ্জে বিজেপির মৌন মিছিল

রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসা চলার অভিযোগ তুলে রায়গঞ্জে মৌন মিছিল বিজেপির।

 

Bengal Live রায়গঞ্জঃ রাজ্যজুড়ে ভোট পরবর্তী সন্ত্রাস আর হিংসার প্রতিবাদে রায়গঞ্জ শহরে মৌন মিছিল করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। শনিবার রায়গঞ্জ শহরের মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয় থেকে বিজেপির এই মৌন মিছিল শুরু হয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করে। মিছিলটি শেষ হয় শিলিগুড়ি মোড়ে।

ভোট ও গণনার পরবর্তী সময়ে রাজ্যজুড়ে রাজনৈতিক হিংসা ও হানাহানির প্রতিবাদে এই মৌন মিছিল বলে জানালেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার। বাসুদেব বাবু বলেন, ভারতবর্ষের ইতিহাসে মুঘল আমলকে অন্ধকার যুগ বলা হয়, কিন্তু ২ মে ভোট গণনার পর রাজ্যে তৃণমূল কংগ্রেসের যে সরকার গঠন হয়েছে তা মুঘল আমলের অন্ধকার যুগের চাইতে কম কিছু নয়। রাজ্য তথা উত্তর দিনাজপুর জেলাজুড়ে যে রাজনৈতিক হিংসা ও হানাহানি শুরু হয়েছে তারই প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জ শহরে প্রতিবাদ স্বরূপ মৌন মিছিল করা হল।

Related News

Back to top button