রায়গঞ্জ

বোমার আঘাতে জখম শিশু ইটাহারে

ওই এলাকায় বোমা কোথা থেকে এলো? কেউ বোমা ছুঁড়ে ছিল কীনা তা এখনও জানা যায়নি।

 

Bengal Live ইটাহারঃ বোমার আঘাতে গুরুতর জখম শিশু। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ইটাহার ব্লকের সুরুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রানে। রক্তাক্ত অবস্থায় জখম শিশুকে প্রথমে ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান পরিজনেরা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷

জোড়া নিম্নচাপ, দুর্যোগের আশঙ্কা রাজ্যে

জানা গেছে, সোমবার বাড়ির সামনেই খেলাধুলা করছিল ছোট শিশু পূর্ণিমা সাহা। সেই সময় আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। জখম শিশুর বাবা বুধু সাহা বলেন, বোমা ফেটে বা হাতে ও পায়ে গুরুতর চোট পেয়েছে মেয়ে পূর্ণিমা। তবে ওই এলাকায় বোমা কোথা থেকে এলো, কেউ বোমা ছুঁড়ে ছিল কিনা সেই বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন তিনি। এদিন ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় জখম শিশুটিকে। ঘটনার তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ৷

Related News

Back to top button