রায়গঞ্জ

পঠন-পাঠন শুরু হল রায়গঞ্জ মেডিক্যাল কলেজে

পঠন-পাঠন শুরু হল রায়গঞ্জ মেডিক্যাল কলেজে

Bengal Live রায়গঞ্জঃ বৃহস্পতিবার থেকে পঠনপাঠন শুরু হল রায়গঞ্জ মেডিক্যাল কলেজে। ১০০ পড়ুয়া নিয়ে পথচলা শুরু করল সরকারি এই নতুন মেডিক্যাল কলেজ। মেডিক্যাল কলেজে ক্লাস শুরু হওয়ার বিষয়টিকে নিয়ে রীতিমতন উচ্ছ্বসিত রায়গঞ্জ শহরের বাসিন্দারা৷ দীর্ঘদিনের অপেক্ষার অবসান হওয়ায় মেডিক্যাল কলেজের শ্রীবৃদ্ধি কামনা করছেন সকলে।

দুই বার পরিদর্শনের পর অবশেষে চলতি বছরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে পঠনপাঠন শুরু করার সবুজ সংকেত দেয় মেডিক্যাল কাউন্সিল অফ ইণ্ডিয়া (এম সি আই)। এরপরেই ছাত্রছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হয়। কলেজ সূত্রে জানা গেছে, উন্নত মানের পরিকাঠামো গড়ে তোলা হয়েছে পঠন পাঠনের জন্য৷

অধ্যক্ষ দিলীপ পাল জানিয়েছেন, সারা রাজ্যের পাশাপাশি রায়গঞ্জ গভর্ণমেন্ট মেডিক্যাল কলেজেও বৃহস্পতিবার থেকে পঠনপাঠন শুরু হল। প্রথম বছর ১০০ পড়ুয়া নিয়ে ক্লাস চালু করে কলেজের যাত্রা শুরু হল।

Related News

Back to top button