রায়গঞ্জ

রায়গঞ্জে বৃক্ষপ্রেমে বাঁধা হল গাঁটছড়া, ইকো-ফ্রেণ্ডলি সেল্ফিতে মাতল বিয়ের আসর

রায়গঞ্জে বৃক্ষপ্রেমে বাঁধা হল গাঁটছড়া, ইকো-ফ্রেণ্ডলি সেল্ফিতে মাতল বিয়ের আসর

Bengal Live রায়গঞ্জঃ বিয়ের আসরে ইকো-ফ্রেন্ডলি সেল্ফির আয়োজন করে পরিবেশ বাঁচানোর বার্তা দিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক তাপস পাল। শুধুই ইকো-ফ্রেন্ডলি সেল্ফি নয়, বিবাহ বন্ধনে গাছের সাথে রাখী বন্ধনের আয়োজনও করেন এই অধ্যাপক। হাতে তৈরি ইকো-ফ্রেন্ডলি রাখী বিয়ের আসরে সাজিয়ে রাখা গাছেদের পড়িয়ে দেন আমন্ত্রিতরা। বিয়ের আসরে পরিবেশ রক্ষার এমন আয়োজন দেখে আপ্লুত রায়গঞ্জ পুরসভার পুরপ্রধানও।

কেন এমন উদ্যোগ? প্রশ্নের উত্তরে ভূগোলের অধ্যাপক তাপস পাল বলেন, পরিবশ এবং মানুষের মধ্যে বন্ধন তৈরি করতে চেয়েছি। মানুষে মানুষে বন্ধন একটু আলগা হয়ে গেলেও প্রকৃতির সাথে যেন বন্ধন ঢিলে না হয়ে যায় তারজন্যই এই উদ্যোগ।

যে কোনও অনুষ্ঠানেই আজকাল দেখা যায় অতিথি আপ্যায়ণ করতে গিয়ে পরিবেশ বান্ধব নয় এমন জিনিস ব্যবহার করা হয়। অতিথি আপ্যায়ণ করতে গিয়ে আমরা পরিবেশের সেবা করতে ভুলে যাচ্ছি। সেই কারণে পৃথিবীর পঞ্চভূতকে (ক্ষিতি, অপ, তেজ, মরুৎ, ব্যোম) মানুষের কাছে তুলে ধরা হয়েছে। জেন এক্স ও জেন ওয়াই আজকাল সেল্ফি তুলতে মত্ত হয়েছে। কিন্তু সেই সেল্ফি পরিবেশের দিক থেকে কোনও গুরুত্ব বহন করে না। তাই “একটি বিবাহ, একটি বৃক্ষরোপোণ” কর্মসূচি গ্রহণ করা হয়েছে বিয়ের আসরে। সেখানে নিজেদের রোপণ করা গাছের সাথেই আমরা সেল্ফি তুলে ইকো-ফ্রেন্ডলি সেল্ফি অর্থাৎ পরিবেশ রক্ষার বার্তা দিয়ে মানুষের কাছে পৌঁছে দেব।

অধ্যাপকের পরিবেশ রক্ষার এমন অভিনব বার্তায় গর্বিত রায়গঞ্জ পুরসভার পুরপ্রধান সন্দীপ বিশ্বাস। তিনি বলেন, এই সুন্দর দিনে প্রকৃতি ও পরিবেশকে সাথে নিয়ে অধ্যাপক যেভাবে অনুষ্ঠান রচনা করেছেন তাতে আমরা গর্বিত। তাপস পালের কাছে আমরা ঋণী হয়ে থাকলাম। পরিবেশ নিয়ে রায়গঞ্জ পুরসভার কাছে উনি একাধিক প্রস্তাব দিয়েছেন। আমরা সেগুলো কার্যকর করার চেষ্টা করবো।

Related News

Back to top button