জামিন পেলেন ধৃত প্রধান শিক্ষক শান্তনু অধিকারী
জামিন পেলেন অবর বিদ্যালয় পরিদর্শককে হেনস্থা করার অভিযোগে ধৃত সুভাষগঞ্জ দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু অধিকারী।
Bengal Live রায়গঞ্জঃ অবশেষে জামিন পেলেন অবর বিদ্যালয় পরিদর্শককে হেনস্থা করার অভিযোগে ধৃত সুভাষগঞ্জ দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনু অধিকারী। একদিনের জেল হেফাজতের পর সোমবার ফের রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় আদালতে শান্তনু অধিকারীকে তোলা হলে বিচারক দুই পক্ষের সওয়াল শোনার পর শান্তনু অধিকারীর জামিন মঞ্জুর করেন।
গত বুধবার রায়গঞ্জ সদর অবর বিদ্যালয় পরিদর্শক নাসরিন পারভিনকে হেনস্থা করার অভিযোগ ওঠে শান্তনু অধিকারীর বিরুদ্ধে। নাসরিন পারভিনের অভিযোগ, শান্তনু অধিকারী কোনও মাসেই তাঁর স্কুলের রিটার্ণ যথা সময়ে জমা দেন না। তাই তাঁকে শো কজ করা হয়েছিল। জবাব দিতে গিয়ে পরিদর্শকের সাথে বচসায় জড়িয়ে পড়েন শান্তনু বাবু। এরপরেই বিদ্যালয় পরিদর্শক তাঁর বিরুদ্ধে হেনস্থা করার চেষ্টা, সরকারি সম্পত্তি ভাঙচুরের চেষ্টা সহ একাধিক অভিযোগ আনেন।
এই অভিযোগের প্রেক্ষিতেই রায়গঞ্জ থানার পুলিশ গত বৃহস্পতিবার রাতে শান্তনু অধিকারীকে গ্রেপ্তার করে। শুক্রবার আদালতে তোলা হলে দুই দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। রবিবার ফের মামলার শুনানির শেষে একদিনের জেল হেফাজত হয় ওই প্রধান শিক্ষকের। অবশেষে সোমবার জেলা মুখ্য বিচার বিভাগীয় আদালতে শান্তনু অধিকারীর জামিনের আর্জি মঞ্জুর হয়।
সরকারি আইনজীবী দীপ্তেষ ঘোষ বলেন, উভয় পক্ষের শুনানি ও কেস ডায়েরি বিবেচনা করে জামিন মঞ্জুর করেন।