বৃষ্টির জল সংরক্ষণ করে জল অপচয় রুখছে কালিয়াগঞ্জ কলেজ
উত্তরবঙ্গে প্রথম, বৃষ্টির জল সংরক্ষণ করে জল অপচয় রুখছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজ।
Bengal Live রায়গঞ্জঃ জলের অপচয় রোধে অভিনব উদ্যোগ গ্রহণ করল কালিয়াগঞ্জ কলেজ । বৃষ্টির জল ধরে রাখতে মাটির নীচে বড় আকারের জলাধার তৈরি করল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ কলেজ। বৃষ্টির জল সংরক্ষণ করার জন্য মাটির নীচে বিশালায়তন জলাধার তৈরি করা হয়েছে কলেজ চত্বরেই। সেই জল পরিশোধন করে পানীয় জল সরবারাহ করা হবে পুরো কলেজে। শুধু পানীয় জলই নয়, বৃষ্টির সংরক্ষিত জলই ব্যবহৃত হবে অন্যান্য কাজেও বলে দাবী কালিয়াগঞ্জ কলেজ কর্তৃপক্ষের।
জানা গেছে, জল অপচয় রুখতে বৃষ্টির জল সংরক্ষণ করে তা নানান কাজে ব্যবহার করার জন্য একটি প্রকল্প তৈরি করে রাজ্যের কাছে জমা দেয় কলেজ কর্তৃপক্ষ। রাজ্য সরকার সেই প্রকল্পের অনুমোদন দিলে মাটির নীচে জলাধার তৈরি করার কাজ শুরু করা হয়। রাজ্য সরকারের ৮০ শতাংশ এবং কলেজ কর্তৃপক্ষের ২০ শতাংশ অর্থ ব্যায়ে কলেজ ক্যাম্পাসেই মাটির নীচে নির্মাণ করা হয় এক বিশাল জলাধার।
কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ পীযুষ কুমার দাস বলেন, উত্তরবঙ্গের মধ্যে সর্বপ্রথম কালিয়াগঞ্জ কলেজেই এই ধরনের একটি প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়িত করা হয়েছে। বৃষ্টির জলকে ধরে রেখে তা ব্যবহার উপযোগী করে তোলার এই প্রকল্পের ফলে জল অপচয় অনেকটাই কমবে বলে দাবী করেন তিনি।
কালিয়াগঞ্জ কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক ডঃ সন্তু চক্রবর্তী বলেন, পৃথিবী জুড়ে যেভাবে জলের সঙ্কট দেখা দিয়েছে তাতে অদূর ভবিষতে ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমাদের। তাই বৃষ্টির জলকে ধরে রেখে একদিকে যেমন কলেজে পানীয় জলের চাহিদা মেটানো সম্ভব, তেমনই কলেজের অন্যান্য প্রয়োজনেও এই জল ব্যবহার করা যাবে।
আগামী দিনে জেলার বিভিন্ন স্কুল ও কলেজগুলোতেও এই ধরণের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন কলেজের শিক্ষক – শিক্ষাকর্মী থেকে পড়ুয়ারা।