২৪ জনের বেশি তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে — সায়ন্তন বসু
তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরিয়ে ইতিমধ্যেই বিধায়ক মিহির গোস্বামী বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে মন্ত্রী গোলাম রব্বানীর দুই ভাই এদিন যোগ দিয়েছেন বিজেপিতে৷
বড় চমক! বিজেপিতে যোগ দিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানীর ভাই
Bengal Live কালিয়াগঞ্জঃ তৃণমূল কংগ্রেসের ২৪ জনেরও বেশি বিধায়ক যোগাযোগ রাখছেন বিজেপির সাথে। কালীঘাটের হিটলারি শাসনের অবসান যাঁরা চান, তাঁদের প্রত্যেককে স্বাগত৷ কালিয়াগঞ্জে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু৷
একাধিক দলীয় কর্মসূচিতে যোগ দিতে শুক্রবার রাতে রায়গঞ্জে আসেন সায়ন্তন বসু। সকালে সুভাষগঞ্জে চা চক্রে যোগ দেন তিনি। এরপর কালিয়াগঞ্জে দলের সাংগঠনিক বৈঠক ও একটি সভায় যোগ দেন রাজ্য বিজেপি সম্পাদক সায়ন্তন বসু৷ এদিন সাংগঠনিক বৈঠক শেষে সায়ন্তন বসু বলেন, “কালীঘাটের হিটলারের শাসনের অবসান, পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুদ্ধতা এনে বাংলায় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করা হবে। গরু পাচার, কয়লা পাচারের টাকা নিয়ে যে দুর্নীতি চলছে তা বন্ধ করতে যাঁরা চান তাঁদের সকলকে দলে স্বাগত “।
শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন রায়গঞ্জের পুরপতি সন্দীপ বিশ্বাস
এদিন সায়ন্তন বসু আরও বলেন, ব্যক্তিগতভাবে আমি জানি, এই মুহূর্তে রাজ্যের ২৪ জন তৃণমূল বিধায়ক বিজেপির সংস্পর্শে আছেন, আরও আসবেন। খুব শীঘ্রই রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার সংখ্যালঘু সরকারে পরিণত হবে এবং আগামী জানুয়ারি মাসের মধ্যেই রাজ্য সরকারের পতন ঘটবে।