বড় চমক! বিজেপিতে যোগ দিলেন রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী গোলাম রব্বানীর ভাই
বিজেপির বড় চমক। রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানীর ভাই যোগ দিলেন বিজেপিতে৷ উত্তর দিনাজপুর জেলার রাজনীতিতে নয়া সমীকরণ।
শুভেন্দু অধিকারীর মন্ত্রীত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন রায়গঞ্জের পুরপতি সন্দীপ বিশ্বাস
Bengal Live রায়গঞ্জঃ বিজেপিতে যোগ দিলেন রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানীর ভাই। রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেননের হাত থেকে এদিন পতাকা তুলে নেন গোলাম রব্বানীর ভাই গোলাম হায়দার। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ৷ বিজেপিতে যোগদান করে গোলাম হায়দার বলেন, এদিন প্রায় ১০০০ তৃণমূল কর্মীকে সাথে নিয়ে তিনি যোগ দেন বিজেপিতে৷
মন্ত্রীসভা থেকে ইস্তফা শুভেন্দু অধিকারীর
শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা এলাকায় বিজেপির যোগদান সভায় গোলাম হায়দারের হাতে বিজেপির পতাকা তুলে দেন বিজেপির সর্বভারতীয় কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। ইসলামপুর পৌর বাসস্ট্যান্ডে বিজেপির যোগদান সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী সহ শীর্ষ নেতৃত্ব। বিজেপির এই যোগদান সভায় কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক হাজির হয়েছিলেন।
এক সপ্তাহের মধ্যেই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারাবে তৃণমূল !
বিজেপিতে যোগদান করেই রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানির ভাই গোলাম হায়দার বলেন, উত্তর দিনাজপুর জেলার মধ্যে অবহেলিত গোয়ালপোখর বিধানসভা এলাকা। এখানে কোনও উন্নয়নই করেনি রাজ্য সরকার। সরকারি সব কাজে ভ্রষ্টাচার ও দুর্নীতিতে ছেয়ে গেছে। উন্নয়নের স্বার্থে বিজেপি দলে যোগদান করলাম। তাঁর দাদা গোলাম রব্বানি গোয়ালপোখর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তা সত্বেও তিনি বিজেপিতে যোগদান করলেন এই প্রশ্নের উত্তরে গোলাম হায়দার বলেন, রাজনীতি ও পরিবার দুটো আলাদা। পরিবারের সাথে রাজনীতির কোনও সম্পর্ক নেই।