রায়গঞ্জ

বিজেপির যুব নেতাকে গুলি করে খুনের অভিযোগ, চাঞ্চল্য রায়গঞ্জে

এই মুহূর্তের সব থেকে বড় খবর। গুলিবিদ্ধ হয়ে মৃত বিজেপি নেতা।

 

Bengal Live রায়গঞ্জঃ বিজেপি নেতাকে গুলি করে খুনের অভিযোগ ইটাহারে৷ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ইটাহারের রাজগ্রামে। মৃত বিজেপি নেতার নাম মিঠুন ঘোষ। তিনি বিজেপির যুব মোর্চার সহ সভাপতি পদে ছিলেন বলে দলীয় সূত্রে জানা গেছে। রবিবার বাড়ির সামনেই দুষ্কৃতীরা গুলি করে বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মিঠুন ঘোষকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

বিজেপি নেতা প্রদীপ সরকার জানিয়েছেন, এদিন রাত প্রায় সাড়ে ন’টা নাগাদ বাড়ির সামনেই মিঠুন ঘোষকে গুলি করে দুষ্কৃতীরা৷ পেটে গুলি লাগে যুব মোর্চার সহ সভাপতির। এরপর মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রদীপ বাবুর অভিযোগ, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরাই গুলি করে খুন করেছে মিঠুনকে। এর আগেও যুব নেতাকে গুলি করা হয়েছিল বলে অভিযোগ তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ জেলা পুলিশ। অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তৃণমূলের।

Related News

Back to top button