রাজ্য

নির্বাচন পরবর্তী হিংসাঃ সিবিআই-এর হাতে গ্রেপ্তার চার বিজেপি কর্মী

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ভুট্টার খেত থেকে উদ্ধার হয় ওই তৃণমূল কংগ্রেস কর্মীর মৃতদেহ।

 

Bengal Live কোচবিহারঃ নির্বাচন পরবর্তী হিংসায় খুন হয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী। সেই ঘটনায় সিবিআই এর হাতে গ্রেপ্তার হলেন চার অভিযুক্ত। ধৃত চার জনই এলাকায় বিজেপি কর্মী বলে পরিচিত।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর ৩ মে রাতে বাড়ি ফেরেননি কোচবিহারের চিলাখানা এলাকার তৃণমূল কর্মী শাহিনুর রহমান। পরদিন ভুট্টার খেত থেকে উদ্ধার হয় ওই তৃণমূল কংগ্রেস কর্মীর মৃতদেহ। পুলিশি তদন্তে তাঁকে হাত পা বাঁধা অবস্থায় মাথার পেছনে ধারালো অস্ত্রের কোপ মেরে হত্যার প্রমান মেলে।

প্রায় চার মাস পর ফের সেই ঘটনার তদন্তে নামে সিবিআই। সরেজমিনে তদন্তের উদ্দেশ্যে সিবিআই আধিকারিকেরা ওই এলাকা পরিদর্শনে যান। এরপর শনিবার রাতে গ্রেপ্তার করা হয় চার জন বিজেপি কর্মীকে।

মৃত শাহিনুরের স্ত্রী মৌমিতা পারভিন জানিয়েছেন, তাঁদের পুরো পরিবার তৃণমূল কংগ্রেসের সমর্থক। তাঁর স্বামী বছর পাঁচেক ধরে দলের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তাঁর স্বামীকে যারা খুন করেছেন তারা সকলেই সক্রিয় বিজেপি কর্মী। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করতেন বলেই তাঁর স্বামীকে ফল প্রকাশের পর নৃশংস ভাবে খুন হতে হয়েছিল। সমস্ত অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

যদিও অভিযুক্ত বিজেপি কর্মীদের পরিবারের দাবি, তাঁদের পরিবারের দুজনকে সিবিআই গ্রেপ্তার করেছে। তারা আগে বিজেপি করতেন। ঘটনার দিন বাড়িতে পারিবারিক অনুষ্ঠানে ব্যাস্ত ছিলেন তারা।তারা নির্দোষ। কোনোভাবেই তারা এই খুনের ঘটনাতে জড়িত নন।

Related News

Back to top button