রায়গঞ্জ

জাতীয় সড়ক অবরোধ রায়গঞ্জে

জাতীয় সড়ক অবরোধ রায়গঞ্জে

Bengal Live রায়গঞ্জঃপড়ুয়াদের পোশাক বিতরণে কাটমানি ও দালালরাজ বন্ধ করার দাবী তুলে রায়গঞ্জে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সমবায় সমিতির মহিলারা। সোমবার সকালে রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ে জাতীয় সড়ক দীর্ঘক্ষণ অবরোধ থাকায় শহরের ব্যস্ততম সময়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পুলিশ অবরোধ তুলতে গেলে জানা গেছে, ধ্বস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। পরে ডিএসপির নেতৃত্বে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

আন্দোলনকারী মহিলারা বিদ্যালয়ের পোশাক বিতরণে এজেন্ট রাজ বন্ধ, পোশাক সংক্রান্ত কাজে কাটমানি ও দালালরাজ বন্ধ করার দাবী তুলেছেন এদিন। আন্দোলনকারী সমবায় সমিতির মহিলাদের অভিযোগ, ন্যায্য দাবিতে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন, পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে।

Related News

Back to top button