রায়গঞ্জ

রায়গঞ্জে মাত্র ১০ টাকার জন্য কাকার হাতে ভাইপো খুনের অভিযোগ

রায়গঞ্জে মাত্র ১০ টাকার জন্য কাকার হাতে ভাইপো খুনের অভিযোগ

Bengal Live রায়গঞ্জঃ বকেয়া টাকা আদায় নিয়ে কাকার হাতে খুন ভাইপো। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের দক্ষিণ সোহারই এলাকায়। মৃতের ভাই বাবলু হাঁসদার দাবি, কাকা দুখিয়া হাঁসদার নামে লিখিত অভিযোগ দায়ের করা হবে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ৷

স্থানীয় সূত্রে খবর, সোমবার রবীন হাঁসদা নামে এক যুবক সম্পর্কে তাঁর কাকা দুখিয়া হাঁসদার দোকানে যায়। সেখানেই পূর্বের বকেয়া ১০ টাকা আদায় নিয়ে দুই জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, দুখিয়া হাঁসদা বেদম প্রহার করে রবীন হাঁসদাকে। এরপর রবীনকে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে আশঙ্কা জনক অবস্থায় নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে।

মৃতের ভাই বাবলু হাঁসদা বলেন, কাকার দোকানে ১০ টাকা বকেয়া ছিল। সেই টাকা নিয়ে গন্ডগোল শুরু হয়। আমরা রবীনকে অচেতন অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্তের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে।

Related News

Back to top button