প্রতিশ্রুতি পূরণ হয়নি, দান করা জমি ফেরত চেয়ে স্কুলে তালা জমিদাতার,ঘটনা উত্তর দিনাজপুরে

প্রতিশ্রুতি পূরণ হয়নি, দান করা জমি ফেরত চেয়ে স্কুলে তালা জমিদাতার
Bengal Live রায়গঞ্জঃ সরকারি চাকরির প্রতিশ্রুতি পেয়ে স্কুল তৈরির জন্য জমি দান করেছিলেন হেমতাবাদ থানার পূর্ব ইসলামপুর গ্রামের জহুরুদ্দিন আহমেদের পরিবার। কিন্তু ১৩ বছর কেটে গেলেও সরকারি চাকরি এখনও দেওয়া হয়নি জমিদাতা পরিবারের কাউকে। এমন অভিযোগ এনেই দান করা জমি ফিরয়ে নিতে চেয়ে স্কুল ভবনে তালা ঝোলালেন ওই পরিবার। অগত্যা পড়ুয়াদের সঙ্গে গাছ তলাতেই আশ্রয় নিয়েছেন স্কুলের শিক্ষকরা। সেখানেই চলছে পঠন পাঠন। বন্ধ রয়েছে মিড ডে মিল।
এমন অচলাবস্থার চিত্র ধরা পড়েছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের পূর্ব ইসলামপুর গ্রামে।
জমিদাতা পরিবারের সদস্যা জহুরা খাতুনের অভিযোগ, ১৩ বছর আগে স্কুল তৈরির জন্য জমি দান করা হয়েছিল। স্থানীয় প্রশাসন সেই সময় পরিবারের একজনকে সরকারি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এতোদিন কেটে গেলেও প্রতিশ্রুতি ফলপ্রসূ হয়নি। আর্থিক অনটনে আমাদের সংসার চলছে। সেই কারণে স্কুলে তালা ঝুলিয়ে আমরা আমাদের জমি ফেরৎ চাইছি। জহুরা দেবী আরও বলেন, এই নিয়ে দ্বিতীয় বার স্কুলে তালা ঝোলানো হয়েছে। এর আগে পুলিশ এসে তালা ভেঙে স্কুল খুলে দিয়েছিল। কিন্তু আমরা আবার স্কুলে তালা ঝুলিয়েছি।
পড়ুয়াদের অভিভাবকরা বলেন, গাছের নীচে পঠন পাঠন হওয়ার কারণে তাঁরা চিন্তিত। প্রখর রোদে, বৃষ্টিতে শিশুদের খোলা আকাশের নীচে সময় কাটাতে হচ্ছে। স্থানীয় প্রশাসনকে জানানোর পরেও সমস্যার সুরাহা হয়নি। এই ভাবে চলতে থাকলে বিডিও অফিসে বাচ্চাদের বসিয়ে দেওয়া হবে।
এই বিষয়ে হেমতাবাদের বিডিও পৃথ্বীশ দাস বলেন, , জমিদাতাদের কোনও সমস্যার কারণে স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর থেকে খবর পেয়ে পুলিশ ও প্রশাসন স্কুলে গিয়ে তালা খুলে দেয়। এরপর আবারও ওই স্কুলে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা স্কুল শিক্ষা দপ্তরকে জানিয়েছি। দপ্তর সিদ্ধান্ত নিয়ে আমাদের জানালে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।