রায়গঞ্জ
বর্ষবরণের আয়োজন রায়গঞ্জের তরুণ-তরুণীদের

পুরোনো বছরকে পেছনে ফেলে নতুন বছর কে বরণ করে নিতে বর্ষবরণ এর আয়োজনে রায়গঞ্জের তরুন তরুনীরা।
Bengal Live রায়গঞ্জঃ ১৪২৭ কে বিদায় জানিয়ে ১৪২৮ কে বরণ করে নিতে রায়গঞ্জ বিধাননগর এলাকার এক বাড়ীতে অনুষ্ঠিত হয় বর্ষবরণ অনুষ্ঠান। গতকাল সম্পূর্ণ ঘরোয়া পরিবেশেই চলে বর্ষকে বরণ করে নেওয়া। উদ্যোক্তা দিশানী শর্মা রায়, রাজন্যা ঘোষ, বিশ্বায়ন দে, অর্পিতা মজুমদার, শীর্ষা সাহা, অরুন্ধতী রায়, সায়নি দাস, সম্রাট কু্ন্ডু, কৌশিক পাল সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিভিন্ন সঙ্গীত শিল্পী ও নৃত্য শিল্পরা। নাচ, গান, আবৃত্তি, মুকাভিনয়ে মেতে উঠেছিলেন সকলে। গল্প – আড্ডা, খাওয়া দাওয়ার ও একটি সুন্দর সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।